ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির তালা !

মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির তালা !

 

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০১ নং মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন তালুকদার। বুধবার সকাল ১০টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। ফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে গেছে, সম্প্রতি ওই স্কুলের প্রাধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম কে নানা অভিযোগের কারণে বদলি করে দেয়া হয়। আজ বুধবার সকালে ওই প্রধান শিক্ষিকা জোর পূর্বক স্কুলে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন তালুকদার শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেন ।
এ ব্যাপারে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি বলেন, শিক্ষকদের মাধ্যমে বিষয়টি শুনেছি। বিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়া ঠিক হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়ার খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...