ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বিশ্ব ডাক দিবস আজ

বিশ্ব ডাক দিবস আজ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন। ইন্টারনেট সুবিধা দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়। দূরে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে এখন আর আগের মতো পোস্টকার্ড বা চিঠি লিখে ইনভেলাপ ডাকে পাঠাতে হয় না। তাই ডাক বিভাগের ডাকবাক্সগুলো সারা বছর এ রকমই চিঠিশূন্য হয়ে থাকে। তবু প্রতিবছর এই দিনে বিশ্ব ডাক দিবস পালিত হয় ।

ইউরোপের ২২টি দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৮৭৪ খ্রিস্টাব্দের এদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ‘জেনারেল পোস্টাল ইউনিয়ন’। এর লক্ষ্য ছিল বিশ্বের প্রতিটি দেশের মধ্যে ডাক আদান-প্রদানকে অধিকতর সহজ ও সমৃদ্ধশালী করার মধ্য দিয়ে বিশ্বজনীন পারস্পরিক যোগাযোগকে সুসংহত করা।

এক সময় এ জেনারেল পোস্টাল ইউনিয়ন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ নামে পরিচিতি লাভ করে। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস নির্ধারণ করা হয়। ১৯৮৪ সালে জার্মানীর হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম বদলে হয় বিশ্ব ডাক দিবস । বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি ওই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সেই থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...