ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় জেলের জালে বিরল সাকার মাউথ ক্যাট ফিস

মঠবাড়িয়ায় জেলের জালে বিরল সাকার মাউথ ক্যাট ফিস

বিশেষ প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের জেলে মাছুম হাওলাদারের ফাঁস জালে আজ রোববার দুপুরে মাছটি ধরা পরে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ । স্থানীয় মিরুখালী বাজারে মাছটি বিক্রির জন্য আনলে দৃষ্টি নন্দন এই মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

জেলে মাছুম হওলাদার জানান, রোববার সকালে খালে ফাঁস জাল ফেললে এই বিরল প্রজাতির মাছটি ধরা পরে। মাছটি বিক্রির জন্য হাট নিয়ে গেলে অচেনা মাছটির কোন ক্রেতা মেলেনি। তবে মাছটি দেখকে উৎসুক মানুষ ভীর জমায়। মাছটি বিক্রি করতে না পেরে তিনি মাছটি খালের জলে অবমুক্ত করে দেন।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, মাছটি নদীর স্বাদু পানির মাছ। নদীর অতি তলদেশে গভীর পানির মাছ। ফলে মাছটি সহজে ধরা পড়েনা। ¯্রােতের তোড়ে মাছটি খালে ঢুকে পড়েছে।
তিনি আরও জানান, ’সাকার মাউথ ক্যাট ফিস” নামে পরিচিত। বিরল মাছটির বৈজ্ঞানিক নাম ’হাইপোসটোমাস প্লিকোসপোমাস”। এমন বিরল প্রজাতির মাছ ধরা পড়লে মাছটি না মেরে জেলেদের নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...