ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - যেভাবে আজকের মঠবাড়িয়া

যেভাবে আজকের মঠবাড়িয়া

মেহেদী হাসান বাবু➡️

সমাজ ভাবনা থেকে নানা সৃজনশীল কাজ পেয়ে বসে । প্রথমে আমি আর সবুজ রাসেল আলোচনা করি পরে বেস কিছু দিনপর আমরা কয়েকজন মিলেই ভাবতে থাকি। সমমনা হলে ভাবনাগুলো গতি পায়। একটা পরিকল্পনার মধ্য দিয়ে কাজ শুরু হয়ে যায়।২০১৫ সালের বিজয় দিবসে সত্য প্রচারে সোচ্চার এ বক্তব্য নিয়ে আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকা প্রকাশের কাজটা শুরু করে ছিলাম। ঢাকা শিল্পকলা একাডেমিতে বসে সিন্ধান্ত নিলাম আমি রাসেল সবুজ, সাইক নাজাত ফোন কথা হলো আলী রেজা রন্জুর সাথে পরিকল্পনা জানালে আস্থত করেন পর তার আপন ছোট ভাই আলী রেজা রায়হান ওয়েব সাইট নির্মাণ করে দেন সাইট পরীক্ষা মূলক চালানো হয় শুরুটা ডিসেম্বর মাসেই। ২০১৫ সালের বিজয় দিবস সাইক নাজাতের ঢাকার মগবাজারের বাসায় বসে আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকায় নিউজ, ফিচার আর ছবি আপলোড দেয়া হয়।

২০১৫ সালের বিজয় দিবসে আজকের মঠবাড়িয়ার অনলাইনে মাত্র দুটি লেখা দিয়ে এ অনলাইনের যাত্রা শুরু হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে আমার লেখা জাতীয় পতাকার ইতিহাস আর নির্বাহী সম্পাদক রাসেল সবুজের মুখে দেশ প্রেম, অন্তরে বিদেশী সংস্কৃতি লালন। এ দুটো লেখা দিয়েই মহান বিজয় দিবসে আজকের মঠবাড়িয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।আমরা মানে পত্রিকাটির কয়জন উদ্যোক্তা কেউ আসলে সাংবাদিক ছিলাম না ফলে নানামুখি সমস্যায় পড়তে হয়। নিয়মিত সংবাদ সংগ্রহ করতে না পারা আর সেই সাথে অনলাইনটিকে নিয়মিত করার ক্ষেত্রেও ছিল নানা জটিলতা। এজন্য মঠবাড়িয়ার বেশ কয়েকজন সাংবাদিকের কাছে আমরা কৃতজ্ঞ । বিশেষ করে সাংবাদিক এসএম আকাশ, রফিকুজ্জামান আবীর, ইসমাইল হাওলাদারসহ মঠবাড়িয়ার বেশ কয়েকজন গুণি সাংবাদিকের পরামর্শ ও তথ্য সহায়তা যুক্ত হলে অনলাইনটি মাত্র দুই মাসের মাথায় গতি সঞ্চার ঘটে। তারপর চলমান ঘটনাবলীর পাশাপশি উপকূলের জনজীবন, ইতিহাস-ঐতিহ্য আর আমাদের পরিবেশ ও প্রাণ প্রকৃতির নানা বিশ্লেষনধর্মী প্রতিবেদনও প্রকাশ পেতে শুরু করে।

নানা লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে চরম একটা বিপন্ন সময় পার করতে হয়। তবু আজকের মঠবাড়িয়া এগিয়ে যায়। আমরা আমাদের অনলাইনে পরামর্শদাতা হিসেবে সাংবাদিক দেবদাস মজুমদারকে অনুরোধ করি। তিনি সাড়া দিলে আজকের মঠবাড়িয়া হয়ে ওঠে অন্যধারার এক অনলাইন । তিনি সম্পাদক এর দায়িত্ব নেয়ার পর এই দুই বছরে আমাদের ভিজিটর সংখ্যা লক্ষাধিক ছড়িয়েছে। এই অর্জণ দুইবছরে আমাদের আশাবাদি করে তুলেছে। প্রিয় পাঠকের পরামর্শ ও সহযোগিতায় মহান বিজয় দিবসে দুই বছর পার করল। এই দুই বছরে খুজেঁ পেয়েছি স্বপ্নবান অনেক তরুণ যারা মঠবাড়িয়াকে গড়ে তুলতে চায় এক নিরাপদ বসবাস যোগ্য এক আদর্শিক নগরী তারা সকলে বুদ্ধিদীপ্ত সৃজনশীল তরুণ যেটা আমাদের মূল লক্ষো ছিলো Saiful Baten Tito (সাইফুল বাতেন টিটো)Arafat Khan Khalid Sabbir Amin Rooman Nurul Amin Rasel Md Barkat Hossain Hawlader Shimanta Hasnain Pantho (সীমান্ত হাসনাইন পান্থ) Minhaz Muin Tariqul Rubel Sadekur Rahman Mehedi Hasan Prince Mahmud Jasem Alom Emon Nil AL Ahad Babu

এই অগ্রযাত্রা অব্যহত রাখাতে তাদের দৃঢ মনোবল দেখে আমাদের আর সাহসী করে তোলে। আমাদের অসংখ্য প্রতিবেদনে জন উন্নয়ন ও দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সেসব উদ্যোগের খবর আপনারা নিশ্চয়ই আমাদের সাইটে নিয়মিত পড়ে আসছেন।

এই অগ্রযাত্রায় প্রিয় পাঠক ও শুভানুধ্যায়িদের অবদান আমরা বিনয়ের সাথে স্বীকার করছি। তাই আজকের মঠবাড়িয়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রিয় পাঠক, প্রদায়ক ও শুভানুধ্যায়িদের জানাই অশেষ কৃতজ্ঞতা ও বিজয়ের শুভেচ্ছা । আপানাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি । তৃতীয় বছরে শপথ বুদ্ধিদীপ্ত সৃজনশীল তরুণদের সমন্বয়ে কল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার।

আজকের মঠবাড়িয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ যারা উপস্থিত মঠবাড়িয়ার শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, সহযোগি বিভিন্ন অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সামাজিক সংগঠন , মঠবাড়িয়া সাইক্লিষ্ট গ্রুপ, পাঠাগার আন্দোলন কর্মী, কালের কণ্ঠ শুভ সংঘের সংগঠনের নেতারা বিশেষ করে নাম উল্লেখ করতে হয় মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, প্রবীণ শিক্ষক ও লেখক মো. নূর হোসাইন মোল্লা, জাতীয় অনলাইন পত্রিকার বাংলা ট্রিবিউনের নিউজ অব হেড ও জার্মান বেতারের ডয়চেভেলীর বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মো. হারুণ উর রশীদ, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও মঠবাড়িয়া প্রতিদিনের প্রকাশক সম্পাদক আবদুস সালাম আজাদী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মঠবাড়িয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো. নাসির উদ্দিন, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, অনলাইন মঠবাড়িয়া সংবাদের প্রকাশক সম্পাদক মিজানুর রহমান মিজু,অনলাইন আলোকিত মঠবাড়িয়ার প্রকাশক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার , আজকের মঠবাড়িয়ার সম্পাদক দেবদাস মজুমদার, নির্বাহী সম্পাদক রাসেল সবুজ, আজকের মঠববাড়িয়া পরিবার সকলের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

কৃতজ্ঞ ও ধন্যবাদ শের ই বাংলা পাঠাগার আন্দোলন সংগঠন। বিশেষ করে কবি Mehedi Hasan ও prince mahamud।

>> মেহেদী হাসান বাবু, প্রকাশক, আজকের মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...