ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজকের মঠবাড়িয়ার অগ্রযাত্রার দুই বছর : বুদ্ধিদীপ্ত সৃজনশীল তারুণ্যের কল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার

আজকের মঠবাড়িয়ার অগ্রযাত্রার দুই বছর : বুদ্ধিদীপ্ত সৃজনশীল তারুণ্যের কল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার

প্রিন্স মাহমুদ ও মেহেদী হাসান ➡️

উপকূলীয় সমৃদ্ধ জনপদ মঠবাড়িয়া থেকে প্রকাশিত অন্যধারার অনলাইন আজকের মঠবাড়িয়ার প্রকাশনার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধিদীপ্ত সৃজনশীল তরুণদের সমন্বয়ে কল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। পত্রিকাটির অগ্রযাত্রার দুই বছর উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগার আন্দোলন নামে তরুণদের একটি সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আজকের মঠবাড়িয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর সুধি সমাবেশে মঠবাড়িয়ার শিক্ষক, রাজনীতিক, মঠবাড়িয়ার সাংবাদিক, সহযোগি বিভিন্ন অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সামাজিক সংগঠন ছোট্র মনুদের জন্য ভালবাসা সংগঠনের নেতা, মঠবাড়িয়া সাইক্লিষ্ট গ্রুপ, পাঠাগার আন্দোলন কর্মী, কালের কণ্ঠ শুভ সংঘের সংগঠকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সুধি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রবীণ শিক্ষক ও লেখক মো. নূর হোসাইন মোল্লা, জাতীয় অনলাইন পত্রিকার বাংলা ট্রিবিউনের নিউজ অব হেড ও জার্মান বেতারের ডয়চেভেলীর বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মো. হারুণ অর রশীদ, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও মঠবাড়িয়া প্রতিদিনের প্রকাশক সম্পাদক আবদুস সালাম আজাদী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মঠবাড়িয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো. নাসির উদ্দিন, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, অনলাইন মঠবাড়িয়া সংবাদের ্রকাশক সম্পাদক মিজানুর রহমান মিজু,অনলাইন আলোকিত মঠবাড়িয়ার প্রকাশক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার ও আজকের মঠবাড়িয়ার নির্বাহী সম্পাদক রাসেল সবুজ প্রমূখ।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ সম্মিলিতভাবে আজকের মঠবাড়িয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় কওে সকলকে মিষ্টিমুখ করান।
সমাবেশে মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজকের মঠবাড়িয়ার প্রকাশক মেহেদী হাসান বাবুকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক । বিবেকবান সাংবাদিক সমাজই কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। আজকের মঠবাড়িয়া আমাদের শিক্ষা উন্নয়নে সহযোগি ভূমিকা রেখে চলেছে যা প্রশংসনীয়। পত্রিকাটির অগ্রযাত্রা নির্বিঘœ ও সফল হোক।
প্রবীণ শিক্ষক ও লেখক নূর হোসাইন মোল্লা বলেন, মঠবাড়িয়ায় আজকের মঠবাড়িয়াসহ কয়েকটি অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে সম্ভাবনাময় ভূমিকা রাখছে। এলাকার শিক্ষা, কৃষি, পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতায় এটি দৃষ্টান্ত। তিনি অনলাইনের সাথে জড়িত সকলকে বানান সত্য নিউজের প্রতি আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

বিশিষ্ট সাংবাদিক মো. হারুণ অর রশীদ রশীদ বলেন, আজকের মঠবাড়িয়ার আমি নিয়মিত পাঠক। অনলাইন পত্রিকাটি এলাকার সংবাদ প্রকাশনার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত। বিশেষ করে আজকের মঠবাড়িয়া স্থানীয় বুদ্ধিদীপ্ত তরুণ লেখকদেও প্লাটফর্ম হিসেবে কাজ করছে। অনেক তরুণরা পত্রিকায় নানা সামাজিক সংকট, শিক্ষা, পরিবেশ নিয়ে লিখছে। এটি সম্ভাবনাময়। মাঝে মাঝে আমিও আজকের মঠবাড়িয়ায় লিখছি। আমার মনে হচ্ছে আমার নিয়মিত এখানে লেখা উচিত কারন একটি কমিউনিটি বেইজ অনলাইন পত্রিকা অতি সহজে দ্রুত এলাকার মানুষকে সবার আগে সঠিক বার্তা দিতে পারে। সংবাদত্রের প্রিন্ট ভার্সন এখানে মুখ্য ভূমিকা পালনের চেয়ে অনলাইন বেশী গুরুত্ব রাখছে। আমি অভিভূত আজকের মঠবাড়িয়ায় তরুণদের মেধা ও মননশীলতায় সমৃদ্ধ ।
তিনি আরও বলেন, ভুল খবর দ্রুত আলোডের চেয়ে সঠিক খবর দেরীতে আপলোড হলেও এতে সমস্যা নেই। আমাদের সবার উচিত সঠিক বার্তাটি মানুষের কাছে পৌঁছানো। আজকের মঠবাড়িয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই। আশা করছি আজকের মঠবাড়িয়া নির্বঘœভাবে সত্য ও সুন্দর তুলে ধরবে। এ অগ্রযাত্রা সল হোক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থপনার দায়িত্ব পালন করেন মঠবাড়িয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মঠবাড়িয়া সাইক্লিস্ট গ্রুরে সমন্বয়ক প্রিন্স মাহমুদ ও আজকের মঠবাড়িয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন এর সংগঠক কবি মেহেদী হাসান। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষির এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন, সুপারিশপ্রাপ্ত সহকারী জজ ও পাঠাগার আন্দোলনের অন্যতম উদ্যোক্তা সাব্বির মোহাম্মদ খালিদ, পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা মো. আরাফাত খান ও আজকের মঠবাড়িয়ার প্রকাশক মেহেদী হাসান বাবু ।
সুধি সমাবেশ সঞ্চালনা করেন আজকের মঠবাড়িয়ার সম্পাদক দেবদাস মজুমদার ।

ছবি > মো. শাহাদাৎ হোসেন বাবু ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...