ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জাতির পিতা আমাদের সকলের..

জাতির পিতা আমাদের সকলের..

হরিদাস শিপন >>
আগস্ট মাস আমাদের বাঙ্গালীর ইতিহাসে শোকের মাস । ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু সেদিন সেই কলংকের রাতে ভাগ্যক্রমে বেঁচে যান তার দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। যখনি আগস্ট মাস এলেই আমরা জাতির জনকের স্মৃতিচারণ করি এবং দেশ ও জাতির অবিস্মরণীয় ও বরণীয় বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস তুলে ধরি।
সেই টুঙ্গিপাড়ার খোকা থেকে রাজনীতির উজ্জল নক্ষত্র শেখ মুজিব যার নেতৃত্বে বাঙ্গালী জাতির মুক্তি সনদ ৬ ছয় দফা ২৩ মার্চ ১৯৬৬ সালে ঘোষনা দেন তারই ধারাবাহিকতায় ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় । তৎকালীন পূর্ব পাকিস্তানকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামকরন করেন।

৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানের জনসমুদ্রে শেখ মজিবর রহমান কে জাতির জনক ঘোষনা দেন তৎকালিন ছাত্র নেতা আ.স.ম.আব্দুর রব ।
আমরা জানি একটি স্বাধীন সার্বভৌম দেশ গঠনের একজন স্বপ্নদ্রষ্টা থাকে তাকে ঐ দেশের স্থপতি বা জাতির জনক বলা হয়।

এটি বিশ্বের বহু দেশে আছে, যেমন আমেরিকার জর্জ ওয়াশিংটন, ভারতের মহাত্মা গান্ধী,মালায়েশিয়ায় তুন্কু আবদুল রহমান,তুরস্কে মুস্তফা কামাল আর্তাতুক ।
কিন্তু আমরা যখন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি তখন আমাদের দেশের এক শ্রেনীর মানুষ আছে যারা জেনেও না জানার ভান করে মানতে নারাজ, তারা অপপ্রচার চালায়, তাদের এটা জানা দরকার বিশ্বে সৌদি আরবসহ বহু মুসলিম দেশে ঐ দেশের স্বপ্নদ্রষ্টা কে জাতির জনক হিসাবে মানে ।

যেমন সৌদি আরবের আব্দ আল আজিজ ইবনে,আফগানিস্তানের আহমদ শাহ বাবা,বিশ্বের সব চেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাতির পিতা ড. সুকর্ন সাহেব, তুরস্কের কামাল আতার্তুক, পাকিস্তানের কায়েদ- এ- আজম, ইরানের জাতির পিতা আল্লামা আয়াতুল্লা খোমেনী ইত্যাদি এমনকি ইহুদি দ্বারা আক্রান্ত দেশ ফিলিস্তানির জাতির পিতা মানা হয় ইয়াসির আরাফাতকে।
কিন্ত স্বাধীন এই বাংলাদেশে অপ প্রচারকারীদের জানা দরকা যে আল্লাহতালা পবিত্র কোরানে নির্দিষ্ট করে বলেছেন, একটি দেশের জাতি বলতে অনেক ধর্ম বর্ণের সমষ্টিকে বুঝায় ।

তাই আমাদের জাতিগতভাবে বাংলাদেশ নামকরন করেছেন শেখ মুজিবুর রহমান তাই রাজনৈতিক দিক থেকে তিনি আমাদের বাংঙ্গালীর জাতির পিতা। আমি মনে করি এই দেশে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মানে না তার এই দেশের স্বধীনতার স্বপক্ষের মানুষ হতে পারেনা। জাতির জনক আমাদের দেশের সকল মানুষের, কোন নির্দিষ্ট ধর্ম, বর্ণ, বা দলের নয় তিনি সার্বজনীন ।

বিশ্বে সকল দেশে জাতির জনকের জন্ম ও মৃত্যু দিবস সহ সকল অনুষ্ঠান রাষ্ট্রর সকল নাগরিক সমবেতভাবে পালন করে । কিন্তু আমাদের দেশে কেন এ মূল্যবোধ আজও গড়ে ওঠেনি !
আমরা কবে এমন একটি বাংলাদেশ দেখতে পাব যেখানে জাতির জনকের প্রতি সকলে সমানভাবে শ্রদ্ধা অর্পন করবে…..? জাতির পিতা আমাদের সকলের, কোন নির্দিষ্ট দলমতের নয়, তিনি সমস্ত বাংলাদেশীদের। তিনি বিশ্বের অবিসংবাদিত এক নেতা।

লেখক : সমাজসেবক ও শিক্ষানুরাগী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...