ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - রক্তাক্ত আগস্টে তরুণের শোকযাত্রা

রক্তাক্ত আগস্টে তরুণের শোকযাত্রা

দেবদাস মজুমদার >>

রক্তাক্ত শোকের মাস আগস্ট। ১৫ আগস্টে আমরা বাঙালী জাতি হারিয়েছি স্বাথীনতার স্থপতিকে। জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হারিয়ে আমরা জাতি শোকাহত। ঘাতকের নির্মম বুলেটে প্রাণ বিসর্জণ দিতে হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরকে। বাঙালী জাতির কলংকিত অধ্যায়ের সূচনা ঘটে এ আগস্ট মাসে। শোকাবহ ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। শোকার্ত বাঙালী জাতি শ্রদ্ধায় স্মরণ করছে জাতির জনককে। পুরো আগস্ট মাস জুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে কিছু ব্যাতিক্রম কর্মসূচির আমাদের উদ্বুদ্ধ করে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎ সাওজাল নামে এক শিক্ষার্থী তরুণ স্বপ্রণোদিত হয়ে পুরো আগস্ট মাস জুড়ে শোক পালন করছে। জাতির কনকের প্রতি শ্রদ্ধা ও এ অবিসংবাদিত নেতার হত্যাকারী সকল ঘাতকদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে পুরো আগস্ট মাস জুড়ে শিক্ষার্থী বিদ্যুৎ শোকের চেতনায় দিবা রাত্রি কালো পোশাক আর খালি পায়ে ঘুরছেন। শোকাহত এ তরুণ পথ থেকে পথে খালি হেঁটে জনসাধারণকে জাতির শোকের চেতনায় উদ্বুদ্ধ করে চলেছেন।

মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বিধান কৃষ্ণ সাওজাল ও মঠবাড়িয়া পৌরসভার কাউন্সিলর মঞ্জু রানী সাওজালের ছেলে বিদ্যুৎ সাওজাল জানান, তিনি ১ আগস্ট হতে পুরো আগস্ট মাস জুড়ে শাহাদাৎ বরণকারী জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও ঘাতকের ফাঁসির দাবিতে শোক পালন করছেন। দিবা রাত্রি কালো পোশাক আর খালি পায়ে পথ থেকে পথে ঘুরে মানুষকে শোকের মাসে চেতনায় উদ্বুদ্ধ করছেন। পুরো আগস্ট মাসে তার এ ব্যাতিক্রমী শোকপালনকে সাধারণ মানুষ স্বাগ জানিয়েছেন।

২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। কিছুটা আত্ম নিমগ্ন এ তরুণ মানুষ ও সমাজের সুস্থধারা টিকিয়ে রাখার প্রতি নিজেকে ব্যস্ত রাখছেন। নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে তার অংশ গ্রহণ ও উদ্যোগ অব্যহত রাখছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে আগস্ট মাস জুড়ে সে শোক পালন করে আসছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জাতি যে কলংকিত হয়েছে তার বিচার এখনও সম্পন্ন হয়নি। যত দিনে হত্যাকারী পলাতক ছয় ঘাতকের ফাঁসি না হবে ততদিনে জাতির এ কলংক মোচন হবেনা। তাই এ দাবির প্রতি শ্রদ্ধা ও একাত্মতা জানাতেই আমি পুরো আগস্ট মাস জুড়ে শোক পালন করছি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, আগস্ট মাস জুড়ে তরুণের এমন শোকের চেতনা সত্যি দেশের জন্য একটি মহতি কাজ বলে মনে করি। এইসব তরুণরাই এগিয়ে নেবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আগামী বাংলাদেশ।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আরিফ-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই উদ্যোক্তা তরুণের শোক পালনের বিষয়টি ব্যাতিক্রম। এইসব তরুণরাই আমাদের চেতনার শক্তি ও সাহস।

স্থানীয় সাংস্কৃতিজন শিবু সাওজাল বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন ও লালন করা ছাড়া বাঙালীর মুক্তি নেই। আমাদের তরুণ সমাজ যেখানে নানা অবক্ষয়ের শিকার সেখানে দেশ ও মানুষের চেতনার জীবনবোধের যে কোন তারুণ্য আমাদের কাছে গ্রহণযোগ্য। বিদ্যুৎ সে চেতনাধারী তরুণ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...