ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাঠালিয়ায় ২৬00 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাঠালিয়ায় ২৬00 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফারুক হোসেন খান >>কাঠালিয়া প্রতিনিধি >>
ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ অভিযান চালিয়ে সাইফুর রহমান কামাল সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।এ সময় পুলিশ তার নিকট মজুতকৃত ২৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ও তার নিকট হতে মাদক বিক্রির ৩০ হাজার টাকা জদ্ধ করে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুর রহমান কামাল সিকদার উপজেলার হেতালবুনিয়া গ্রামের আবদুল হক সিকদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, গতকাল রোববার সকালে থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, ওসি (তদন্ত) মোঃ ইউনুছ মিয়া এসআই আবুল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমুয়া ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক নিয়ে পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলায় সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ তাকে আমুয়া ফেরিঘাটে হাতে নাতে ধরে ফেলে।
সাইফুর রহমান কামালকে তল্লাসী চালিয়ে তার ব্যাগে রক্ষিত ৪শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ আটক করে।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে দ্বিতীয় দফায় তার আমুয়া নুতন বন্দরের ভাড়া বাসায় তল্লাসী চালিয়ে ২২শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, সাইফুর রহমানের ভাই ফয়সল হোসেন ঢাকায় ইলেকট্রিক ব্যবসার আড়ালে বড় ধরনের মাদক ব্যবসায় করে। ফয়সল তার ভাই সাইফুরের মাধ্যমে উপজেলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছে।
এ ঘটনায় দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃত সাইফুর রহমান কামাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন মাদক মজুত করে উপকূলীয় এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরু্েদ্ধ থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...