ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় শিশু রবিন অপহরণের পর গুমের অভিযোগ বিচার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

ভান্ডারিয়ায় শিশু রবিন অপহরণের পর গুমের অভিযোগ বিচার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের কানুয়া মহল্লার রবিন (৭) নামের এক শিশুকে দর্বৃত্তরা অপহরণ করে গুম করার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষুব্দ এলাকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে। আজ রবিবার ভান্ডারিয়া উপজেলা পরিষদ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে নিখোঁজ শিশুটির স্বজন ও বিক্ষুব্দ এলাকাবাসি অংশ নেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মো. নাসির হোসেন কাজি, মো. মোতালেব কাজি, নিখোঁজ শিশু রবিনের দাদা জাহাঙ্গীর হোসেন, চাচা নাসির উদ্দিন ও ফুপু কুলসুম বেগম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে অভিযোগ করা হয়, ভান্ডারিয়া পৌর শহরের কানুয়া মহল্লার গার্মেন্টস শ্রমিক রুহুল আমিন হাওলাদার ও জর্ডান প্রবাসি হালিমা বেগমের একমাত্র ছেলে শিশু রবিন গত ১৮ এপ্রিল বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে গত দেড় মাস ধরে তার কোন সন্ধান মেলেনি। শিটির বাবা রাজধানীর একটি পোষাক কারখানায় চাকুরী করেন এবং মা জর্ডানের একটি বাসায় ঝিয়ের কাজ করেন। ৫ বছর পূর্বে মা হালিমা বিদেশ যাওয়ার পর থেকেই শিশুটি দাদা জাহাঙ্গীর হোসেন লালন পালন করে আসছেন। পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা শিশু রবিবনকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করে ফেলতে পারে ।
’সমাবেশে আরও অভিযোগ করা হয়, এলাকার প্রতিপক্ষ মো. রুবেল হাওলাদার ও তার দলবল মিলে শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছে। এ ঘটনায় গত ৩০ এপ্রিল শিশুটির দাদা জাহাঙ্গীর হাওলাদার ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু শিশুটি নিখোঁজের দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, শিশুটির নিখোঁজের বিষয়টি সকল থানায় ম্যাসেজ দিয়ে জানানো হয়েছে। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...