ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্বরূপকাঠীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় ব্যবসায়ী গ্রেফতার

স্বরূপকাঠীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি >>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচ এম এরশাদের ছবি বিকৃত করে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়ায়র অপরাধে পিরোজপুরের স্বরূপকাঠীতে রুবেল মিয়া (২৬) নামে এক পাপস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠী থানা পুলিশ। গ্রেফতারকৃদ রুবেল উপজেলার স্বরূপকাঠী ইউনিয়নের অলংকারকাঠী গ্রামের জামাল হোসেনের ছেলে ।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে Rubel mia নামে ফেইসবুক আইডিতে স্থানীয়রা বিকৃত ছবি দেখতে পেয়ে সাবেক পৌর কাউন্সিলর আঃ ছালামকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে স্থানীয়রা রুবেলকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, রুবেল মিয়া মাননীয় প্রধান মন্ত্রীর ছবি বিকৃত অবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে পুলিশ তার মোবাইল জব্দ করে ছবি পাওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ।

এব্যাপারে নেছরাবাদ থানায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...