ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাত : মঠবাড়িয়ায় বৃদ্ধার কারাদন্ড

ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাত : মঠবাড়িয়ায় বৃদ্ধার কারাদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে দুঃস্থ নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে খাদিজা বেগম(৫০) নামে নারীকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এসএম ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ডাদেশ দেন। আদালত অভিযুক্ত খাদিজাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়। আজ মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দন্ডিত খাদিজা উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের রুহুল আমীন হাওলাদারের স্ত্রী ।
থানাসূত্রে জানাগেছে, উপজেলার কচুবাড়িয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী খাদিজা বেগম একই এলাকার অতি দরিদ্র রিনা বেগমকে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে দুই হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ওই নারী ভিজিডি কার্ড বঞ্চিত হন। সোমবার বিকেলে স্থানীয় সাপলেজা ইউনিয়ন পরিষদে বিষয়টি তিনি অবহিত করেন। ইউনিয়ন পরিষদ অভিযুক্ত খাদিজাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত খাদিজাকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...