ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলায় মঠবাড়িয়ার ১০ পরীক্ষার্থী আহত

ভান্ডারিয়ায় জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলায় মঠবাড়িয়ার ১০ পরীক্ষার্থী আহত

 

ভান্ডারিয়া প্রতিনিধি >
পরীক্ষা কেন্দ্রে উত্তর পত্র না দেখানোর কারণে পিরোজপুরের ভান্ডারিয়ায় চার জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে অন্য পরীক্ষার্থী ও তার অভিভাবকরা । হস্পতিবার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি জেএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শেষে এ হামলার ঘটনা ঘটে।হামলায় মঠবাড়িয়ার বাশবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ পরীক্ষার্থী আহত হয়। আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে মঠবাড়িয়া উপজেলার বাশবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ, আইয়ুব বিশ্বাস, স্বজল দাস ও রাজীব খান। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আহত পরীক্ষার্থীরা জানান, জেএসসি পরীক্ষার্থী ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. পারভেজকে উত্তর পত্র না দোখানোর কারণে গতকাল বৃহস্পতিবার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা শেষে পরীক্ষার্থী পারভেজের বাবা মো. রুমীর নেতৃত্বে তার ছেলেসহ ১০/১২ জন পরীক্ষার্থী তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উল্লিখিত চার পরীক্ষার্থীসহ কমপক্ষে ১০ পরীক্ষার্থী আহত হন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...