ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় সর্বহারা পার্টির পরিচয়ে আ’লীগ নেতা,ব্যবসায়ি ও আইনজীবীর কাছে চাঁদা দাবি : থানায় জিডি

মঠবাড়িয়ায় সর্বহারা পার্টির পরিচয়ে আ’লীগ নেতা,ব্যবসায়ি ও আইনজীবীর কাছে চাঁদা দাবি : থানায় জিডি

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেনসহ পাঁচ ব্যবসায়ী ও আইনজীবীদেও কাছে কাছে সর্বহারা পরিচয়ে ১০লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার দাবি মেটানো না হলে তাদেও প্রাণনাশের হুমকী দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে মঠবাড়িয়া থানায় পৃথক দু’টি সাধারণ ডায়রি করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, সর্বহারা পার্টির নেতা মেজর জিয়া উদ্দিনের পরিচয় দিয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন ও মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেনের মোবাইল নম্বরে ০১৬৩১৬৪৪৩৩৭ ও ০১৬১২৫৫৮৭৭৭ মোবাইল নম্বর থেকে পৃথক ফোন করে ১০ লাখ টাকা করে চাঁদা দাবী করে ০১৮৬৭১৯৮১৮৯ নাম্বারে বিকাশ করে পাঠাতে বলা হয়। অন্যথায় তাদের প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

এ ছাড়া মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি শামসুল আলম, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মজিবর রহমান মুন্সী, ব্যবসায়ী জিএম কামাল, মুক্তিযোদ্ধা সানু মিয়ার কাছে সর্বহারা পরিচয়ে পৃথক পৃথক ফোন করে চাঁদা দাবি করে কথিত সর্বহারা পার্টি । সর্বহারা পরিচয়ে মোবাইলে হুমকী ও চাঁদা দাবির ঘটনায় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল চাঁদা দাবি ও হুমকীর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...