ব্রেকিং নিউজ
Home - অপরাধ - জিয়ানগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ইট দিয়ে শিক্ষকের মাথা থেঁতলে দিয়েছে

জিয়ানগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ইট দিয়ে শিক্ষকের মাথা থেঁতলে দিয়েছে

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের জিয়ানগরে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল খালেক খানকে অভিযুক্ত বখাটে ইট দিয়ে মাথা থে*তলে দিয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলিম মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আব্দুল খালেক খানকে মাদরাসার সামনে স্থানীয় বখাটে আবুল হাসান পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে দেয়। তাকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্ করা হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, স্থানীয় আব্দুল লতিফের বখাটে ছেলে আবুল হাসান মাদ্রসিা ছাত্রীদের আসা যাওয়ার পথে প্রায় অশোভন মন্তব্য ও উত্যক্ত করে আসছিল। ছাত্রীরা শিক্ষকদের জানালে মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল খালেক খান এ ঘটনার প্রতিবাদ জানায়। আজ শনিবার সকালে মাদ্রাসার সামনে বের হলে বখাটে আবুল হাসান পূর্ পরিকল্পিতভাবে ওই শিক্ষককের ওপর হামলা চালায়। এসময় বখাটে তার মাথায় ইট দিয়ে আঘাত করলে শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বখাটে শিক্ষককে বেড়ক পিটিয়ে আহত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।খবর পেয়ে মাদরাসার অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

অধ্যক্ষ আব্দুর রহিম জানান, ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটে হাসান ঐ শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক জানান, বখাটে যুবক মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক খানকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। বখাটে হাসানকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...