ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া সিন্ডিকেটের কবলে !

মঠবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া সিন্ডিকেটের কবলে !

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া আড়ৎদার সিন্ডিকেটের দখলে চলে যাওয়ায় মৌসুমী চামড়া ব্যবসায়িরা চরম আর্থিক ক্ষতির সম্মুখিন। অপরদিকে ছাগলের চামড়ার ক্রেতা সংকট দেখা দেওয়ায় চামড়া ব্যবসায়িরা বিপকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মৌসুমী চামড়া ব্যবসায়িদের াভিযোগ স্থানীয় চামড়া আড়ৎদাররা মিলে সিন্ডিকেট করে চামড়ার বাজারে ধস নামিয়ে দিয়েছে। এতে মৌসুমী চামড়া ব্যবসায়িদের লোকসানে পড়েছেন।
ভূক্তভোগি চামড়া ব্যবসায়িরা জানান, উপজেলার প্রায় সর্বত্র ঈদের দিন আড়ৎদাররা মিলে সিন্ডিকেট করে নৈরাজ্য সৃষ্টি করে। এছাড়া ট্যানরি মালিকদের চামড়া ক্রয়ে অনিহা এবং লবনের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারনে মেীসুমী চামড়া ব্যাবসায় ধস নেমেছে।
মঠবাড়িয়া পৌর শহরের মিরুখালী মহল্লার মৌসুমী চামড়া ব্যাবসায়ি গৌরাঙ্গ দাস জানান, ২হাজার ৮০০ টাকায় কোরবানীর গরুর চামড়া কিনে তা সিন্ডিকেটের কারনে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে চামড়া প্রতি তাদের ১ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। তিনি আরও জানান কোরবানির মৌসুমে মাঠ থেকে চামড়া ক্রয় করার পর চামড়া আমার মত অনেক মৌসুমী ব্যাবসায়ি আড়ৎদারদের সিন্ডিকেটের কারনে লাকশান দিচ্ছে।

এ ব্যাপারে চামড়া আড়ৎদার সতীশ চন্দ্র দাস সিন্ডিকেটের কথা অস্বীকার করে বলেন, ট্যানারি মালিকদের চামড়া ক্রয়ে অনিহার কারনে চামড়ার দাম কমিতির দিকে। গত বছরের চামড়ার শতকরা ৬০ ভাগ দাম আড়ৎদারদের আজও পাননি। অপরদিকে এবছর লবনের দামও বেশী এবং কম মূল্য নির্ধারন করায় ব্যবসায়িরা চামড়া কিনতে আগ্রহী না হওয়ায় চামড়ার দাম কমে গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...