ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মোটরসাইকেলের চেইন দিয়ে পিটিয়ে আহত

মঠবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মোটরসাইকেলের চেইন দিয়ে পিটিয়ে আহত

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়িকে মোটরসাইকেলের চেইন দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। চাঁদা না দেওয়ায় পৌর শহরের থানাপাড়া এলাকার রুহুল আমীনের ছেলে রাজীব ওই ব্যবসায়ির ওপর হামলা চালায় । বুধবার বিকালে ওই ব্যবসায়ি দুইদফা হামলার শিকার হন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা কয়েছে।
আহত ব্যবসায়ি মঠবাড়িয়া পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেটের এসডি তিশা ফ্যাশন গার্মেন্টস এর মালিক। সে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধিন রয়েছে। । এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের কে.এম লতিফ সুপার মার্কেটের এসডি তিশা ফ্যাশন গার্মেন্স’র দোকানের মালিক নিজামের কাছে বুধবার বিকেলে ৩৫হাজার টাকা চাঁদা দাবি করে পৌর শহরের থানাপাড়া এলাকার রুহুল আমীনের ছেলে রাজীব। চাঁদা দিতে অস্বীকার করলে রাজীব জোর করে দোকানে থাকা এক বান্ডিল শার্ট ও এক বান্ডিল জিন্সের প্যান্ট নিয়ে যাওয়ায় চেষ্টা করে। এসময় বাঁধা দিলে রাজীব কোমর থেকে মোটর সাইকেলের চেইন বের করে ব্যবসায়ি নিজামকে এলাপাথারি পেটাতে থাকে। এতে ব্যবসায়ী নিজাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে এঘটনার অভিযোগ দিতে কয়েক স্বাক্ষীদের নিয়ে থানায় যাওয়ার পথে রাজীব তার বাসার সামনে রাস্তায় দ্বিতীয়দফায় তার ওপর হামলা চালায়। এতে নিজাম ও তার ভাই কামাল হোসেন আহত হয়। কামালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও নিজামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ব্যবসায়ির ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...