ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চার জনের ফাঁসির আদেশ

পিরোজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চার জনের ফাঁসির আদেশ

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরে পরকিয়ার জেরে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী শিউলী বেগম (৩০) সহ ৪ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো: গোলাম কিবরিয়া। আজ বুধবার দুপুরে আসামী শিউলী বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। দন্ডপ্রাপ্তরা অন্যরা হলো আসাদ মাঝী (৩০), গাজী ফরিদ আহমেদ ফনি, বেলাল গাজী । স্ত্রী শিউলী বেগম বাদে অন্য আসামীরা পলাতক রয়েছে। বিচারক তার রায়ে প্রত্যেককে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাকার আদেশ দেন, একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
মামলার বিবরনে জানা যায়,২০১০ সালের ২৫ মে গভীর রাতে উল্লেখিত দন্ডপ্রাপ্ত আসামীরা শিউলী বেগমের পরামর্শ ও পরিকল্পনা অনুযায়ী জেলার জিয়ানগর উপজেলার কলারন গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত স্বামী মানিক মাঝিকে পেট সহ বিভিন্ন স্থানে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে জবাই করে হত্যা করে। আসামীরা শিউলী বেগমের সহায়তায় মানিক মাঝীর দালানের পিছনের আম গাছ দিয়ে ছাদে উঠে সিড়ি দিয়ে নিচে নেমে মানিক মাঝীকে হত্যা করে ফেলে রেখে যায়। পরের দিন ২৬ মে নিহত মানিক মাঝির ছোট ভাই মিজানুর রহমান মাঝি বাদী হয়ে জিয়ানগর থানায় অজ্ঞাত নামা আসামীর উল্লেখ কওে একটি হত্যা মামলা দায়ের করে।
এমামলার তদন্তের প্রতিবেদনে জানা যায়, আসাদ মাঝী ও মানিক মাঝী সম্পর্কে আপন চাচাতো ভাই। উভয়ে দীর্ঘদিন ধরে একত্রে সুপারীর ব্যবসা করত, সেই সুবাদে শিউলী বেগমের সাথে আসাদ মাঝীর পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ তার ৪২ পৃষ্ঠা রায়ে উল্লেখযোগ্য অংশ পাঠ করে বলেন, শিউলী বেগম ও আসাদ মাঝীর সংগে পরকিয়া প্রেমের কারনে এ হত্যাকান্ড সংগঠিত হওয়ায় মানিক মাঝীর দুই সন্তান মাহিন হোসেন ও মহিয়ুর হোসেন অত্র কোর্টে স্বাক্ষী দিয়ে পিতৃ হত্যার বিচার দাবী করে। সে ক্ষেত্রে অত্র আসামীদের অনুকম্পা পাবার কোন সুযোগ নাই। সর্বোচ্চ শাস্তিই তাদের প্রাপ্য।
১৯জন স্বাক্ষী এ মামলায় স্বাক্ষ্য দেন। বাদী পক্সে এ মামলা পরিচালনা করেন, সরকারী কৌশলী খান মোঃ আলাউদ্দিন। অপর দিকে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সিরাজুল হক কাঞ্চন সহ অন্যান্নরা।এই চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় শোনার পর উপস্থিত অন্যতম আসামী কান্নায়

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...