ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় আয়কর সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় আয়কর সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ায় বরিশাল বিভাগীয় কর অঞ্চলের উদ্যোগে নতুন কর দাতা বৃদ্ধি ও আয়কর সম্পর্কিত তথ্য বিষয়ে নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগীয় কর কমিশনার বরিশাল অঞ্চল মোহাম্মদ জাদি হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবীসহ গণ্যমান্য নাগরিকরা অংশ নেন।

পিরোজপুর সার্কেল-৬ এর সহকারী কর কমিশনার মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশালের উপ কর কমিশনার বিদ্যুৎ কান্তি সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন, মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খোকা, যুবলীগ নেতা মো. জুলহাস শাহীন প্রমুখ। ‘স্পট অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালায় আয়কর সম্পর্কিত মৌলিক ধারণা বা তথ্য, আয়কর অধিক্ষেত্র তথ্য, বিনামূল্যে আয়কর রিটার্ন জমাদান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়। পরে স্থানীয় কর পরিশোধকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...