ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় র‌্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার এক অপহরণকারী গ্রেফতার

ভাণ্ডারিয়ায় র‌্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার এক অপহরণকারী গ্রেফতার

ভাণ্ডারিয়া প্রতিনিধি >>
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. আসাদুল্লাহ আল গালিব(১৪) নামে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে। এঘটনায় জড়িত মো. রুবেল হাওলাদার(২০) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর ছয়টার দিকে খুলনা রুপসা সেতু এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের একজনকে গ্রেফতার করা হয়।

গত ৯ অক্টোবর অপহৃত মাদ্রসা ছাত্র আসাদুল্লাহ বাড়ি থেকে বের হয়ে অপহরণকারী চক্রের কবলে পড়ে। অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র আসাদুল্লাহ ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র । সে উপজেলার ধাওয়া ফুলতলা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে গ্রেফতারকৃত অপহরণকারী রুবেল হাওলাদার পার্শ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৯ অক্টোবর মাদ্রাসা ছাত্র আসাদুল্লাহ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর একটি অপহরণকারী চক্র তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ওই রাতে অপহরণকারীরা আসাদুল্লাহর বাবার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। পরিবারের সদস্যরা ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে না পেরে পরদিন ১০ অক্টোবর ভা-ারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেই সাথে বরিশাল র‌্যাব কার্যালয়ে ছেলের সন্ধান চেয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রের বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. হাছান আলী এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী চক্রের অবস্থান নিশ্চিত হন। আজ সোমবার ভোরে র‌্যাব সদস্যরা খুলনার রূপসা সেতু এলাকায় অভিযান চালিয়ে আসাদুল্লাহকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের একজনকে গ্রেফতার কওে র‌্যাব।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...