ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে ওরিয়েন্টেশন

পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে ওরিয়েন্টেশন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে করনীয় বিষয়ক ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর ইয়ুথ সোসাইটির আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের মাঝে এ ওরিয়েন্টেশন ও মেধা-যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা: জসীম উদ্দীন ভূইঞা। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক কাজী মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: মুজিবর রহমান বাবলু, সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ। ওরিয়েন্টেশনে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির চীফ কো-অর্ডিনেটর মো: হাসিবুল ইসলাম হাসান। এছাড়া ইন্টারনেটের ‘নিরাপদ ব্যবহার’ ও ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির কো-অর্ডিনেটর তামিম সরদার, কো-অর্ডিনেটর ফেরদৌস রহমান, কো-অর্ডিনেটর অমিত বিশ্বাস, কো-অর্ডিনেটর সোহেল সিকদার, কো-অর্ডিনেটর ওয়ালিউ রহমান রাফি, কো-অর্ডিনেটর তাপসী তন্বী, কো-অর্ডিনেটর রেজওয়ান ইসলাম সাজন, কো-অর্ডিনেটর আবীর হাসান ।
পরে মেধা-যাচাই পরীক্ষা বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন অতিথিরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...