ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা গোপন রেখে লাশ দাফনের চেষ্টা ❗পুলিশের লাশ ‍উদ্ধার

বামনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা গোপন রেখে লাশ দাফনের চেষ্টা ❗পুলিশের লাশ ‍উদ্ধার

বরগুনার বামনায় শাহানা বেগম(১৭) নামে এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর তা গোপন করে হৃদরোগে মৃত্যুর কথা প্রচারণা চালিয়ে দাফনের চেষ্টার পর পুলিশ নিহত কলেজ ছাত্রীর লাশ ‍উদ্ধার করেছে । আজ শনিবার ভোররাতে সে আত্মহত্যা করে। । বামনা থানা পুলিশ খবর পেয়ে আজ শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত কলেজ ছাত্রী উত্তর রামনা গ্রামের আ.মন্নান মিয়ার ছোট মেয়ে। সে বামনা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগে শিক্ষার্থী ছিল।

দেখাগেছে, শনিবার ভোর রাতে শাহানা বসত ঘরের পাশে একটি আম গাছের ডালে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোর রাতের দিকে পরিবারের লোকজন শাহানার লাশ উদ্ধার করে ঘরে নিয়ে আসে। শনিবার সকালে শাহানার পরিবার স্থানীয় লোকজনদের জানান শাহানা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দুপুরে জানাজা শেষে লাশ দাফনের পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানা পুলিশ শাহানার লাশ উদ্ধার করে। পুলিশ মৃত্যুর কারণ এখনও উদঘাটন করতে পারেনি। তবে তাদের ধারনা শাহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাতে কলেজ ছাত্রীর পরিবারের কারো সাথে কোন বিষয়ে ঝগড়া-ঝাটির ঘটনা ঘটেনি বলে । সে ফেসবুক ইমোতে একাধিক বন্ধুর সাথে চ্যাটিং করত।

নিহত ওই শিক্ষার্থীর চাচাতো বোন পাখী বেগম জানান, তাদের সন্দেহ তার বোন কারো সাথে ফেসবুক বা ইমোতে চ্যাট করতো। চ্যাট করতে গিয়ে কোন ছেলে ভালোবাসা ও বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তার কিছু ছবি নিয়ে নেয়। আর এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিতে সে নিজের মানসম্মান বাঁচাতে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।

শোকে পাথর নিহত ওই শিক্ষার্থীর মা ছাহেরা বেগম বলেন, আমি কিছু জানিনা আমার মেয়ে যার জন্য আত্মহত্যা করছে হেরে খুইজ্যা বাইর করেন। আমার মেয়ে ফিরাইয়া দেন।

নিহত শাহানার বড় ভাই ইব্রাহীম জানায় তার বোনের কিছু ছবি ইন্টানেটে ছেড়ে দেওয়ায় মানসম্মান বাঁচাতে হয়তো আত্মকরছে। আমরা এই ঘটনার বিচার চাই।
তবে থানায় না জানিয়ে কেন লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বোনের মৃত্যুতে তারা শোকার্ত। কি করবে বুঝতে না পেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ জিএম শাহ নেওয়াজ জানায়, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাচ্ছেনা। আগামীকাল রবিবার সকালে কলেজ ছাত্রীর লাশ ময়নাতদন্তে জন্য বরগুনা জেলা মর্গে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...