ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পরিত্যাক্ত স্কুল ভবনের ভীম ধসে নির্মাণ শ্রমিক নিহত ▪️ ঠিকাদারের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়ায় পরিত্যাক্ত স্কুল ভবনের ভীম ধসে নির্মাণ শ্রমিক নিহত ▪️ ঠিকাদারের বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি ▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিত্যাক্ত বিদ্যালয়ের ভবনের ভীম ধসে ফুল মিয়া হাওলাদার(৬০) নামে কে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। পুরাতন বিদ্যালয় ভবন অপসারনের সময় শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১৫১ নং লোদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনা ঘটে। এসময় খলিলুর রহমান (৩৫) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।
নিহত ফুল মিয়া উপজেলার ভোলমারা গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে এবং আহত খলিল ঘোপখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে অভিযুক্ত করে নিহত শ্রমিকের ছেলে নাইম হাওলাদার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আজ শনিবার নিহত শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ১৫১ নম্বর লোদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনটি অপসারনের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এসম সময় হঠাৎ ছাদের গ্রেড ভীম ধসে পড়লে শ্রমিক ফুল মিয়া ও খলিল গুরুতর আহত হন। অপর শ্রমিকরা আহত দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অপর শ্রমিক খলিলুর রহমানকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পুরাতন ভবন অপসারনের না করায় এ দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগে নিহত শ্রমিকের ছেলে নাইম হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত ঠিকাদার রিয়াজুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...