ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় নকল সরবরাহে বাঁধা দেওয়ায় কক্ষ পরিদর্শককে মারধরের অভিযোগ

মঠবাড়িয়ায় নকল সরবরাহে বাঁধা দেওয়ায় কক্ষ পরিদর্শককে মারধরের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >
এসএসসি’র গণিত পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করতে বাঁধা দেওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষক কর্তৃক কক্ষ পরিদর্শককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার লায়লা মালেকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত কক্ষ পরিদর্শক শিক্ষক মাওলানা মো. সিদ্দিকুর রহমান উপজেলার হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক পদে কর্মরত।

ভূক্তভোগি শিক্ষকের অভিযোগ, রবিবার গণিত পরীক্ষা চলাকালে স্থানীয় সাপলেজা মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহের জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে ওই শিক্ষক বাঁধা দেন। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে কেন্দ্রে প্রবেশ করে কক্ষ পরিদর্শক শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমানকে মারধর করেন।
ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রাশেদ জানান, শিক্ষক কর্তৃক কক্ষ পরিদর্শককে মারধরের বিষয়টি শোনা মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকতা এসএম ফরিদ উদ্দিন জানান, বিষয়টি মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান রিপন তার বিরুদ্ধে কক্ষ পরিদর্শককে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, সাপলেজা মডেল হাই স্কুলের পরীক্ষার্থীদের কটাক্ষ করায় ছাত্রদের সাথে ওই শিক্ষকের বাকবিতন্ডা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...