ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভালবাসা দিবস এবং বেহায়াপনা

ভালবাসা দিবস এবং বেহায়াপনা

মোঃ গোলাম মোস্তফা >

দেখতে দেখতে ৬০ এর কোটায় বয়স ! কোথায় ছিল এই ভালবাসা দিবস? আমার জানামতে বাংলাদেশে ভালবাসা দিবসের উদ্ভাবক “যায় যায় দিন” “ লাল গোলাপ” “ পানি পেয়েছি কিউছিক ভিজে নাই” খ্যাত জনাব শফিক রেহমান । তার মতে মমত্ববোধ ও শ্রদ্ধাবোধের মিশ্রণই হচ্ছে ভালবাসা। কিছু ব্যবসায়ীরা এ দিবসটিকে যত না মহাত্ত্য বলে মনে করেন তার চেয়ে বেশী প্রয়োজন ব্যবসায়ীক কারনে । যেমন ঈদ, পূজা, ১লা বৈশাখ ইত্ত্যাদির বাণিজ্যিক মূল্য অনেক বাশী। কিছু বণিক শ্রেণী ভালবাসাকে যৌন উৎপীড়ন পর্যন্ত নামিয়ে দিয়েছেন । যুবক যুবতীদের বেহায়াপাণা কোথায় গিয়ে পৌছেছে তা ওই দিন বড় বড় শহরের পার্ক অলি গলি রেস্তরাঁ গুলোতে দেখা যায় !! যেমনি বাহারের পোষাকের ঢং তেমনি নির্লজ্জ চলাফেরা। ভালোবাসা শব্দটি যেন কলঙ্কিত করা হয়েছে। এটি একটি পুত পবিত্র শব্দ, মা/বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা স্বামী- স্ত্রীর ভালোবাসা ইত্যাদি। এটি আপেক্ষিক ও এটি বেহায়াপনা নয়। এটি প্রকাশ্যে দেখানো জিনিস নয় । ভালোবাসা থাকে সবার হৃদয়ে, এটির প্রকাশ ভঙ্গী অসভ্যের মত হতে পারে না ।

শাহজাহান-মমতাজ এর প্রেম কাহিনী যেন পবিত্রতার ছোঁয়া পাওয়া এক জীবন্ত কাব্য । আসফ খাঁর কণ্যা আরজুমান্দ বানুর সাথে মাত্র ১৫ বছর বয়সে শাহজাহানের বিয়ে হয়েছিল ১৬১২ সালে। আরজুমান্দ বানু সম্রাট শাহজাহানের ১৪ জন সন্তানের জননী । সম্রাট প্রিয়তমা স্ত্রীর নাম পাল্টে রাখেন মমতাজ। চতুর্দশ সন্তান গহর বেগমকে প্রসবকালে প্রিয়তমা স্ত্রী মারা গেলে সম্রাট তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে একটি স্থাপত্য নির্মাণের উদ্যোগ নেন । সেটি নির্মাণে ২২ বছর সময় লেগেছিল। তার ভালবাসার নিদর্শন “তাজমহল” এখনো দিল্লীর আগ্রায় যমুনার তীরে পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে মানুষে্র অমোঘ আকর্ষণ হয়ে বিরাজ করছে। এই মোগল সম্রাটের শেষ জীবন কেটেছিল নিঃসঙ্গভাবে।

একই ভাবে “এন্টনি এন্ড ক্লিওপেট্রা” শেক্সপিয়ারের আরেকটি অমর সৃষ্টি । নায়িকা ক্লিওপেট্রা অনিন্দ সুন্দরী মিসরীয় রানী। নায়ক তার প্রধান সেনাপতি এন্টনি। তাঁদের প্রেম কাহিনী নির্ভর এই গল্পের একটি দূরতম ঐতিহাসিক চরিত্র দু’টির গভীরতাও রয়েছে । রাণী ক্লিওপেট্রকে জানানো হয়েছিল ভুল তথ্য ।একদিকে যুদ্ধরত এন্টনিকে জানানো হয়, শত্রুরা রাণীকে হত্যা করেছে । এটা যুদ্ধরত এন্টনির মনবলকে ভাঙ্গার জন্য করা হয়েছিল। গুজব হলেও ক্লিওপেট্রার মৃত্যুর খবর শুনে আন্টনি ছুরি দিয়ে আত্মহত্যা করেন। এ তথ্য রাণীর কাছে পৌছলে রাণীও নিজ ছুরি দিয়ে আত্মহত্যা করেছিলেন ।

এমনিভাবে ভালবাসার অনেক গল্পের কথা আমরা জানি । যেমন “দেবদাস ও পার্বতী”, “রোমিও আন্ড জুলিয়েট”, আরব্য উপন্যসের “লাইলি মজনু” ইত্যাদি।

বাস্তবে ভালবাসা বস্তুতান্ত্রিক ভাবনার উর্ধে যায় না । ব্যতিক্রম অবশ্যই আছে। আজকালকার ছেলেমেয়েরা ভালবাসার নামে ভালোবাসা দিবসে যে বেহায়াপানা করে তা দেখে আমরা ৫০উর্ধেরা খুব পীড়িত ও লজ্জিত হই । ভবিষ্যতে এর ভয়াবহতা আরো কতোদূর আমাদেরকে পৌছে দেবে তা এক সৃর্ষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। আসলে এথেকেও শিক্ষনীয় অনেক কিছু আছে বৈকি ! সমাজের প্রতিটি মানুষ যদি একটু চিন্তা করেন, কেন এ ধরনীতে তার আগমন ? কি-ই বা তার দায়িত্ব কর্তব্য ? প্রতিটি মানুষকে একদিন তার গন্তব্যে যেতেই হবে।

মহান আল্লাহ্‌ তালা মানুষকে তাঁর খলিফা হিসাবে এই ধরায় প্রেরন করেছেন, তাঁকে চলা ফেরার জন্য, তাঁর জীবন পরিচালনার জন্য “কোড অব কনডাক্ট”, “নর্মস এন্ড ল” দিয়েছেন । তার ব্যতিক্রম করা যাবেনা । অথচ আমরা যৌবনের তাড়নায়, অজ্ঞতাবশত গড্ডালিকায় নিজেকে ভাসিয়ে দেই । এ থেকে আমাদেরকে, সমাজকে তথা রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে খুঁজে বের করতে হবে আল্লাহ্‌র দেয়া সেই বিধানকে । আর সেটা করতে পারলেই কেবল মাত্র, শুধু মাত্র আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্রিয় জীবন হতে পারে এক অনিন্দ্য সুন্দর এবং পরকালীন জীবনটি হবে শান্তিময় ।

লেখক > মোঃ গোলাম মোস্তফা, মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা, মাছরাঙ্গা টেলিভিশন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...