ব্রেকিং নিউজ
Home - নারী - বামনায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বামনায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বামনা প্রতিনিধি > বরগুনার বামনায় সাপের কামড়ে ছবি আক্তার(৩০)নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূ উপজেলার ঘোপখালী গ্রামের সেলিম হাওলাদারের স্ত্রী ও পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মো. রত্তন আকনের মেয়ে। সে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার ওই গৃহবধূ দুই শিশু সন্তান নিয়ে বামনার ঘোপখালী গ্রামে ফুপু মনোয়ারা বেগমের বাড়িতে বেড়াতে যায় । সন্ধ্যায় ঘরের বারান্দায় বসে সে একটি কাঁথা সেলাই করছিল। এসময় একটি বিষধর সাপ এসে তার বাম হাতের কনুইয়ে কামড় দেয়। পরে আব্দুর রব নামে স্থানীয় এক ওঝা তার বিষাক্রান্ত হাত বেঁধে ঝাড়ফুঁ করে। রাত দশটার দিকে ওই ওঝার নির্দেশ মত হাতের বাঁধন খুলে দেয় স্বজনরা। পরে গুরুতর অসুস্থ হয়ে ওই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
নিহত গৃহবধূর খালাত ভাই নান্টু মোল্লা জানান, ১০ ধরে তার বোন স্বামী পরিত্যাক্তা হয়ে ছিল। এরপর সে বাবা ও ফুপুর বাড়িতে থেকে দুই সন্তানকে নিয়ে চরম কষ্টে তার জীবিকা চলছিল। ছেলে রাজু অষ্টম শ্রেণী ও মেয়ে ফারজানা ৪র্থ শ্রেণীতে লেখা পড়া করছে। মায়ের এমন মৃত্যুতে শিশু দুটির লেখা পড়া ও জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...