ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

 

বিশেষ প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আব্দুস সালাম খান(৬২)নামে এক মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে আজ বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শিক্ষক সমিতির উদ্যোগে পৃথক প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কালো ব্যানার নিয়ে পৌর শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মূখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তানরা অংশ নেন।
শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমাণ্ডার আব্দুল মান্নান বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ভিটাবাড়িয়া ইউনিয়ন কমাণ্ডারর আব্দুল কাদের মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সভাপতি মো. শিমূল রেজা, মুক্তিযোদ্ধা সন্তান মো. অলিদ খান ও মো. ফারুক মুন্সি প্রমূখ।
সমাবেশে বক্ত্রা মুক্তিযোদ্ধা ও শিক্ষক সালাম খান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ভা-ারিয়ার সর্বস্তরের মানুষ ও সারাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।devdas-pic-bhandaria-3

এদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা সালাম খান হত্যার প্রতিবাদ জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আজ বুধবার দুপুরে পৃথক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
শহরের শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে শহীদ মিনার সম্মূখ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রধান শিক্ষক সমিতির আহবায়ক আব্দুল আলীম হাওলাদার, সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক রেজাউল আহসান রাজু প্রমুখ । বক্তারা শিক্ষক ও মুক্তিযোদ্ধা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।00

এ বিষয়ে ঝালকাঠির রাজাপুর থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস বলেন, এ ঘটনায় নিহতর ছেলে শামসুল ইসলাম মুরাদ বাদি পাঁচজনকে আসামী করে রাজাপুর থানায় মঙ্গলবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীরা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।00-2

সর্বশেষ নিহত মুক্তিযোদ্ধা আব্দুস সঅরামের লাশ ময়না তদন্ত শেষে আজ বুধবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে নিজ ভাণ্ডারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রিয় মর‌্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...