ব্রেকিং নিউজ
Home - উপকূল - বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যু

বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যু

 

পিরোজপুর প্রতিনিধি <>

বঙ্গবন্ধু সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল মৃত্যুবরন করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পিরোজপুরস্থ নিজ বাসভবনে বার্ধ্যক্য জনিত কারনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মুক্তিযুদ্ধেও সংগঠক ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল ৭০ ও ৭৩ এর নির্বাচনে পিরোজপুর থেকে এমপি নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু সরকারের প্রথম মন্ত্রী সভায় কৃষি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ত্রান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৭৫ এ বঙ্গবন্ধু নিহত হবার পর তিনি রাজনীতি থেকে নিজেকে দুরে রেখে ডাক্তারি পেশায় যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী (পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি), ২ ছেলে ও ১ কণ্যা সন্তান রেখে যান।
আজ দুপুর ২টায় রাস্ট্রীয় মর্যাদা শেষে পৌর শ্মশানে তার শেষকৃ্যে সম্পাদন হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজউল করিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...