ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীতে ঈদের দিনে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

কাউখালীতে ঈদের দিনে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে তাময়িা শুভা কান্তা(১৬) নামে এক স্কুল ছাত্রী আজ সোমবার ঈদের দিন সকালে নালার পানিতে ডুবে মারা গেছে। সে মৃগীরোগে আক্রান্ত হয়ে বসতঘরের পিছনের নালার সাঁকো পাড় হতে গিয়ে পানিতে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী কান্তা কাউখালী শহরের এসবি সরকারী বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করছিল। সে উপজেলার আইরন জয়কূল গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মুজাহিদের ছোট মেয়ে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, দশম শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রী দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সোমবার ঈদের দিন সকালে আগত মেহমানদের চা নাস্তা দিয়ে মায়ের সাথে খাবার পানি আনতে প্রতিবেশী গৃহস্থবাড়ির নলক’পে যায়। এসময় তার মা সাথে ছিল। মা ও মেয়ে নলকূপ থেকে কলসীতে পানি ভরে বাড়িতে ফিরে আসর সময় বসতঘরের পিছনের একটি নালার ওপর সাঁকো পাড় হওয়ার সময় শান্তা মৃগীরোগে আক্রান্ত হয়। এতে সে অজ্ঞান হয়ে সাঁকো থেকে ছিটকে নালার পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ দূর্ঘটনার সময় সঙ্গে থাকা শান্তার মা আগেই বাড়ি ফিরে আসে। এরপর মেয়ের পানি নিয়ে ঘরে ফিরতে দেখে সে আবার তাকে খুঁজতে প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সাঁকোর কাছে গিয়ে নালার পানিতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে আর্তচিতকার দেয়। এসময় পরিবারের স্বজন ও প্রতিবেশীরা মিলে নালার পানি থেকে শান্তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় কালের কণ্ঠকে জানান, এ মর্মান্তিক দুর্ঘটনার পর নিহত শান্তার শোকার্ত পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ওই স্কুল ছাত্রীর পরিবারে এখন শোকের মাতম চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...