ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - জাতীয় জাদুঘরে জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের স্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয় জাদুঘরে জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের স্মরণ সভা অনুষ্ঠিত

দেবদাস মজুমদার >>

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডয়াম সদস্য , পিরোজপুর- ৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের উদ্যোগে আজ শনিবার ঢাকায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর এর ব্গেম সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় দেশের খ্যাতিমান রাজনীতিক, শিক্ষাবিদ,শিল্পীসহ বিশিষ্ট গুণিজন প্রয়াত মহিউদ্দিন আহম্মেদের জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন।

স্মরণ সভায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্মরণ সভায় বক্তব্য দেন, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অসীম কুমার উকিল, প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের বড় ছেলে ক্রীড়া সংগঠক মো. সাজ্জাদুল আলম ববি প্রমূখ।স্মরণ সভা সঞ্চালনা করেন বাহালুল মজনু চুন্নু।

 

স্মরণ সভায় বিশিষ্ট আলোকরা প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীূবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, মহিউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ট শুভজন। তিনি বাঙালাীর লড়াই সংগ্রামে নিবেদিত এক রাহণীতিক। ভাষা সংগ্রামী হিসেবে তাঁর অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক বর্ণাঢ্য ও নির্মোহ জীবনের এ রাজনীকের জীবন ও কর্ম আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আজকের প্রজন্মের রাজনীতিকদের প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিনের পদাংক অনুসরণীয় ।

ছবিগুলো তুলেছেন > চিত্র শিল্পী চঞ্চল কর্মকার

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...