ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভালোবাসায় সিক্ত বাক প্রতিবন্ধী পরিবার

ভালোবাসায় সিক্ত বাক প্রতিবন্ধী পরিবার

কাউখালী প্রতিনিধি >

বিশ্ব ভালোবাসা দিবসে দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হলেও পিরোজপুরের কাউখলীতে পালিত হল অন্যরকম ভালোবাসা দিবস। কাউখালীর প্রতিবন্ধী স্কুলের উদ্ধ্যোগে উপজেলার আমরাজুড়ির সন্ধা নদীর তীরে জেগে ওঠা চরে আবাসন প্রকল্পে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হল অন্যরক ভালবাসার অনুষ্ঠান। এখানে চরে আশ্রিত প্রতিবন্ধি পবিারে ফুলের শুভেচ্ছায় সিক্ত হল পাঁচ বাক প্রতিবন্ধী একটি পরিবার। তাদের মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন শিশুদের মধ্যে রং বে রংঙের বেলুন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালবাসা দিবস পালিত হয়েছে। এ ছাড়াএকই দিনে উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গলী গ্রামের ৬ জন কৃষকের মাঝে নতুন পোষাক তুলে দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়।

এ অনুষ্ঠানের আয়োজক প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আব্দুল লতিফ খসরু। অপরদিকে ৩০ জন বাক প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শিশুরা নেচে গেয়ে হৈ হুল্লোল করে দিনটা উৎযাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দোহা চান, আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া, ও শিশুদের অভিভাবক গণ। পাঁচ বাক প্রতিবন্ধী পরিবারের গৃহবধূ মঞ্জিলা বেগম বলেন মোর স্বামী বাক প্রতিবন্ধী । মোর চাইরডা মাইয়া পোলাও বোবা। মোগো যহন কেউ জিগায় না হেই সময় মোগো খসরু ভাই আইয়া মোর মাইয়া পোলারে খাওয়াইছে বেলুন দেছে মোরে আর মোর স্বামীরে ফুল দেছে অনেক সুখ পাইছি।

স্থানীয় লাঙ্গুলী গ্রামের কৃষক মতি লাল বলেন এভাবে কোন দিন কেউ কোন দিবসে বা কোন দিন আমাদের মাঝে আসে নাই। আজ খসরু ভাই আমাদের নুতন পোষাক দিলেন ও আমাদের সম্মান করলেন এমন সুখ কোন দিন ভাবি নাই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...