ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় সাহিত্য আসর ও জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

মঠবাড়িয়ায় সাহিত্য আসর ও জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

মো. মেহেদী হাসান, সাহিত্য প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় শেরে বাংলা সাধারণ পাঠাগারে নিয়মিত শুক্রবার বিকালে সাপ্তাহিক পাঠচক্র ও জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

পঞ্চম পর্বের এ সাহিত্য আসরে উপস্হিত ছিলেন, মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সজীব মিত্র ও সাইফুল ইসলাম, মো. ফিরোজ, মোঃ মাসুম বিল্লাহ, আশরাফুল আল আমিন ফরাজী, আল আহাদ বাবু, জান্নতুল নাইম সহ প্রমূখ । এই পর্বের বিশেষ অথিতি হিসেবে ছিলেন, বরিশাল বি এম কলেজের অর্থনীতির শেষ বর্ষের ছাত্র আজিজুল হক তানভীর ফরাজী ।

মো. সাইফুল ইসলামের সঞ্চলানায় সাহিত্য আসর সার্বিক পরিচালনা করেন মেহেদী হাসান (সাদা কাঁক) । পরিবেশ দূষণ প্রতিকারে আমাদের করণীয় বিষয়ে সাহিত্য আসরে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় ।

আসরে সজীব মিত্র বলেন, পরিবেশ আমরাই দূষণ করছি, প্রতিনিয়ত আমাদের বেখেয়ালী এবং খামখেয়ালীর কারণে পরিবেশ দূষিত হচ্ছে । যার ফলাফল আমরা প্রতিনিয়তই ভোগ করছি। তাই আমি সবাইকে অন্তত সুস্হ ও সুন্দর জীবনের জন্য অনুরোধ করব আপনারা সচেতন হোন, পরিবেশ দূষণ করবেন না।

বিশেষ অথিতির ব্যক্তব্যে আজিজুল হক তানভীর ফরাজী বলেন, পরিবেশ দূষণ প্রতিকারে চাই দীর্ঘ মেয়াদী ব্যবস্থা, সকলের মাঝে পরিবেশ দূষণের ক্ষতি তুলে ধরতে হবে এবং এব প্রতিকারে সবাইকে উদ্ভুদ্দ করতে হবে । মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগারের সাহিত্য আসরে এসে আমি অত্যন্ত আনন্দিত। এখানে এই সাহিত্য আসরে যে সব বিষয় নিয়ে আলোচনা হয় বলে আমরা অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়াতে পড়ে আসছি তা ব্যক্তিত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে অত্যন্ত দরকারি। আয়োজকদেরকে আমি উষ্ণ অভিবাদন জানাই এবং এই আসরের জন্য শুভ কামনা রইলো ।

আসর সঞ্চালক সাইফুল ইসলাম পরিবেশ দূষণেমঠবাড়িয়া পৌর শহরের ভোগান্তির চিত্র টেনে বলেন, মঠবাড়িয়ার নিউ মার্কেট সাত নম্বর ওয়ার্ড মঠবাড়িয়া সংলগ্ন পৌর শহর দিয়ে সরকারি কলেজে যাতায়াতের প্রধান রাস্তার পাশে পৌরশহরের সমস্ত আর্বজনা ও বর্জ পদার্থ খোলামেলা ফেলে রাখা হয়। সেখানে এমন দুর্গন্ধ সৃষ্টি হয় যে যাতায়াতের সময় বমি করার উপক্রম হয় এবং নাক কান চেপে হাটতে হয়। এ পথে প্রতিদিন প্রায় ১০০০০ হাজার লোক হাটাচলা করে যার মধ্যে প্রায় ১০০০ হাজার কোমলমতি শিশুরা, স্কুল কলেজ মিলিয়ে প্রায় ৩০০০ হাজারের মতো ছাত্র ছাত্রী, অন্যরা সাধারন লোক । এই পচা দুর্গন্ধময় আর্বজনা গুলো সরকারি দিঘির পাশে হওয়াতে পানি নস্ট হয়ে নানান রোগ ছড়িয়ে পড়ছে । আমাদের উচিত এই দূষণের হাত থেকে পরিত্রাণের ব্যবস্থা করা । সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপে এর দ্রুত সমাধান চাই ।

আসরের পরিচালক মেহেদী হাসান (সাদা কাঁক) বলেন, পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের জন্য একটি অন্যতম সমস্যা । বিশ্ব সভ্যতার ক্রমবিকাশের তালে বাড়ছে নগরায়ণ আর বাড়ছে যান্ত্রিকতা । এর চেয়ে দ্রুত বেড়ে যাচ্ছে দূষণ । কিছুদিন আগে অনলাইন পত্রিকার খবরে দেখলাম মহাশূন্য থেকে ভারত ও চীনের দৃশ্য দেখে এক নভোচারী আৎকে উঠেছেন । ভাবুন আধুনিকতার তালে আমরা কতো বর্বর হয়ে উঠছি । এই দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্যেগ না নিলে হয়তো অদূরেই প্রাণ ও প্রকৃতির জন্য পৃথিবী ঝুকিপূর্ণ গ্রহ হয়ে উঠবে । তাই আসুন পরিবেশ দূষণ প্রতিকারে আমরা ব্যক্তিগত ভাবে সচেতন হই। এরপর তিনি সাইফুল ইসলামের উপস্থাপিত মঠবাড়িয়া সরকারি কলেজ সড়কের পাশে মময়লার স্তুপ অপসারণ করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান ।

শেষে সামাজিক সংগঠন জাগো লক্ষ নূর হোসেন ফেসবুক কুইজ- পর্ব ১৫ এর বিজয়ীদের মধ্যে মহামূল্যবান বই পুরস্কার দেওয়া হয় ।শেষে জীবনানন্দ দাশের কবিতা পাঠ চক্রের মাধ্যমে এই আসরের আনুষ্ঠানিকতা শেষ হয় ।

উল্লেখ্য আগামী পর্বের নির্ধারিত বিষয়ঃ ” সামাজিক সাইটে সামাজিক উদ্যোগ ” । আলোচক হিসাবে উপস্থিত থাকবেনঃ দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও আজকের মঠবাড়িয়ার উপদেষ্টা সম্পাদক দেবদাস মজুমদার ।

উদ্যেগতারা শিল্প ও সাহিত্যানুরাগী সবাইকে প্রতি শুক্রবারের এই আসরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...