ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি নিয়ে বিতর্ক

পিরোজপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি নিয়ে বিতর্ক

 

পিরোজপুর প্রতিনিধি >
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র পাল। বক্তব্য দেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাশীষ বিশ্বাস, এডভোকেট চন্ডীচরন পাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাপস কুন্ড, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিমল মন্ডলকে সভাপতি ও বাবুল হালদারকে সাধারণ সম্পাদক, তপন বলকে কোষাধ্যক্ষ এবং এডভোকেট দিলীপ মাঝীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র পাল । তবে কমিটি ঘোষণার পর সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের একটি অংশ এর তিব্র প্রতিবাদ জানান।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গৌর নারায়ন রায় চৌধুরী অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল কাউন্সিলরদের মতামত না নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করে নিজের ইচ্ছেমত কমিটি ঘোষণা করেছেন। আমরা এ কমিটি মানি না। এ কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে কমিটি করার দাবি জানান তিনি।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী কমিটি করা হয়েছে। আমরা সাবজেক্ট কমিটি করার সময় কেউ প্রতিবাদ করেননি। তখন সবাই বলেছে আমরা যে কমিটি দিব তা মেনে নেবে। অথচ কমিটি ঘোষণার পরে তারা এর প্রতিবাদ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...