ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবি : মঠবাড়িয়ায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবি : মঠবাড়িয়ায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

শিক্ষাঙ্গন প্রতিবেদক >

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। আজ রবিবার সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১ ইউনিয়নের ৭৯টি স্কুল ,কলেজ মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
এসময় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাশেদ হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু , কলেজ শিক্ষক ইখতিয়ার হোসেন পান্না,রামীম আহম্মেদ, প্রধান শিক্ষক মো.রুহুল আমীন, মো. নাসির উদ্দিন. মো,আলমগীর হোসেন খান, মো. আবদুস সালাম, মো.রোকনুজ্জামান শরীফ ও মাদ্রাসা শিক্ষক মাওলানা এবি এম ইদ্্িরস প্রমূখ।
সমাবেশে বক্তারা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবি জানিয়ে বলেন, শিক্ষা মানুষের অধিকার । তাই শিক্ষা জাতীয়করণ না হলে গোটচা দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষবান্ধব এ সরকারকে অবিলম্বে বেসরকারী শিক্ষা জাতীয়রণ করতে হবে।
সমাবেশে শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...