ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের সংকলন “আলোর পাঠশালা”র মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক

মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজের সংকলন “আলোর পাঠশালা”র মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের ঐতিহ্যবাহী মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রকাশিত সংকলন “আলোর পাঠশালার মোড়ক উন্মোচন করছেন পিরোজপুর জেলা প্রশাসক আবুল আলী মো. সাজ্জাদ হোসেন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “আলোর পাঠশালা” নামে প্রকাশিত এ সংকলন শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন তিনি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি (জেনারেল) রওশন চৌধুরী, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, পিরোজপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।
এসময় মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে সংকলনের প্রধান উপদেষ্টা এবং অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরনীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে আমাদের এই সংকলন প্রকাশ। তিনি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- সম্মানীত জেলা প্রশাসক মহোদয় শত ব্যস্ততার মাঝেও আমাদের সংকলনের মোড়ক উন্মোচনে সময় দিয়ে তিনি প্রমান করলেন মিরুখালী স্কুল এন্ড কলেজটি তার প্রানের প্রতিষ্ঠান।
সংকলনের সম্পাদক মো. পারভেজ তালুকদার বলেন, এই সংকলন প্রকাশকে ঘিরে আমাদের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান সম্পর্কে অনেক কিছু জানার পরিবেশ তৈরী হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...