ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসি হাসপাতালে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসি হাসপাতালে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতালে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়।

কুয়েত প্রবাসী হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৯ মার্চ মঠকবাড়িয়া পৌর মেয়রের সমর্থকদের রাজনৈতিক কর্মসূচির নামে হাসপাতালের সামনের কথিত ভিপি নাজমুল ও তার ৭-৮ জন সহযোগী মিলে ওয়াকিটকি নিয়ে হাসপাতালে প্রবেশ করে। পরে তারা হাসপাতালের স্টোর রুমে অস্ত্র আছে বলে তল্লাশির নামে হাসপাতালে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মাঝে ভীতি সৃষ্টি হয়। সন্ত্রাসীদের এ অপতৎপরতায় হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং হাসপাতালের চিকিৎসা সেবার কর্যক্রম ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ইতিপূর্বে আরও দুইবার সন্ত্রাসীরা হাসপাতাল অচল করার হুমকিসহ নানা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনার বিচার দাবি করে গতকাল সোমবার হাসপাতালের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য এ বি এম আবু হানিফ প্রমুখ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...