ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহে শোভাযাত্রা

ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহে শোভাযাত্রা

ভান্ডারিয়া প্রতিনিধি >

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবি জাতি এ বক্তব্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, পরিসংখ্যান র্কমর্কতা মো. দেলোয়ার হোসেন, প্রানি সম্পদ দপ্তরের কর্মচারী কাজী নজরুল ইসলাম, দুগ্ধখামারী মামুন সিকদার ও সমাজ সেবক সাইদুল মুন্সী প্রমূখ।
শেষে ৬৩নম্বর ধাওয়া বাজার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সুষম খাদ্য হিসেবে ডিম পরিবেশন করা হয়। এছাড়া সেবা দিবস হিসেবে বিনামূল্য গবাদি পশুর চিকিৎসা সেবা ও টিকা প্রদান এবং কৃমি নাশক ঔষধ বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...