ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ফাইজুর রশিদ

ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ফাইজুর রশিদ

বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নবগঠিত পৌরসভা প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশীদ খসরু জোমাদ্দার। ঘোষিত তপছিল অনুযায়ী এ পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে । পৌরসভা গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক পৌর প্রশাসক ও প্রবীণ আওয়ামীলীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানাগেছে।
এর আগে প্রবীণ এ আওয়ামীলীগ নেতা ২০২৩ সালে নভেম্বর মাসে পৌরসভার প্রশাসক নিযুক্ত হয়ে মে মাস পর্যন্ত দায়িত্বপালন করেছেন।
জানাগেছে, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ফায়জুর রশীদ খসরুর পিতা বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী জোমাদার ভাণ্ডারিয়া উপজেলা আওয়ালীগের প্রতিষ্ঠাতা ।
ফাইজুর রশিদ ১৯৮৭-১৯৯০ ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন, ২০১০ সালে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য, ২০১৩ সালে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হন। ওই বছর শেষের দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়ে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
তিনি একজন শিক্ষানুরাগি । স্থানীয় শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও আতরখারী আলীম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া স্থানীয় আবদুল কাদের হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা । বর্তমানে তিনি ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে তিনি ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক পদে নিযুক্ত হন।
উল্লেখ্য , পোনা নদী তীরবর্তী ভাণ্ডারিয়া পৌরসভা ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর গঠিত হয়। ১১ দশমিক ৯২ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভার ৫১ হাজার ২২৩জন জনসংখ্যা ও ভোটার সংখ্যা ২১ হাজার । পৌরসভা গঠনের পর প্রশাসক নিযুক্ত করে প্রশাসনিক কার্যক্রম চলে আসছিলো। তবে আগামী ১৭ জুলাই এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...