ব্রেকিং নিউজ
Home - দৃশ্যকাব্য - পিরোজপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পিরোজপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

 

পিরোজপুর প্রতিনিধি >
জেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতামঞ্চে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, সিভিল সার্জন ডা. ফকরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, অধ্যক্ষ সহদেব চন্দ্র সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ লতিফ মজুমদার, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী সহ সরকারী-বেসরাকরী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
তিন দিন ব্যাপী এ মেলায় সভা, বির্তক প্রতিযোগীতা, উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, ফ্রি ওয়াই ফাই জোন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মেলায় চারটি প্যাভিলিয়নের মাধ্যমে মোট ২৯টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...