ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ৭৩টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

মঠবাড়িয়ায় ৭৩টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

মো.শাহাদাৎ হোসেন >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুজা মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতীমা কারিগররা। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঠবাড়িয়ায় প্রস্তুতি চলছে পুরোদমে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৩ টি মন্দিরে প্রতিমা নির্মাণ কাজ চলছে । মন্ডপে মন্ডপে উঠবে দেবী দুর্গার প্রতিমা তাই প্রতীমা কারিগরদের নিপুণ কারুকাজে প্রতিমা নির্মাণ কাজ চলছে ।স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে চুক্তিতে আসা প্রতীমা শিল্পীরা দিনরাত একাধারে কাজ করে চলছেন মন্ডপে মন্ডপে। আগামী ২৬ সেপ্টেম্ব ষষ্ঠী পুজার মাধ্যেমে ৫দিন ব্যাপি হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে।

মঠবাড়িয়ার সবুজনগর মহল্লার প্রবীণ প্রতিমা শিল্পী সুখরঞ্জন গুণরাজ জানান, এবছর তিনি ও তাঁর কারিগররা মিলে ৭টি মন্ডপে লক্ষাধিক টাকা মূল্যের প্রতিমা তৈরি করছেন। কোনকোন মন্ডপে মাটির কাজ শেষ করে রং করার পর্যায় চলছে। তিনি জানান পঞ্চমীর রাতের আগেই প্রতিমার সব কাজ শেষ করতে হবে তাই আষাঢ় মাসের ১৫ তারিখ থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়েছে পূজা মন্ডপ গুলোতে।

মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী অমল কর্মকার বলেন, মঠবাড়িয়া সদরসহ উপজেলার ১১টি ইউনিয়নে ৭৩টি পুজা মন্ডপে দুর্গা উৎসবের প্রস্তুতি চলছে।এর মধ্যে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে প্রতি বছরের ন্যায় সর্ববৃহত প্রতিমা তৈরি করা হচ্ছে । এ পূজা মন্ডপে পুজায় সাড়ে ৩ লাখ টাকার বাজেট ধরা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন জানান, মঠবাড়িয়ায় দুর্গা পুজায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যপক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে। এছাড়া যথাসময় পুজা মন্ডপে সরকারী বরাদ্দও পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...