ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় সার্জিক্যাল ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মালিকের অর্থদণ্ড

মঠবাড়িয়ায় সার্জিক্যাল ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মালিকের অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সার্জিক্যাল ক্লিনিকে অস্ত্রোপারে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অব্যবস্থাপনার অভিযোগে মালিককে ২০ হাজার টাকা অর্থদÐ দিয়েছে ভ্রাম্যাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী মেজিষ্ট্রেট সৈকত রায়হান স্থানীয় ধানীসাফা বন্দরের মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দÐাদেশ দেন। ওই ক্লিনিকে পল্লী চিকিৎসক দ্বারা সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওঠে।
এদিকে অভিযানের খবর পেয়ে অপারেশনে থিয়েটার থেকে তড়িঘড়ি করে অপারেশনের পর প্রসূতি নারীকে ফেলে রেখে ওই পল্লী চিকিৎসক পালিয়ে যায়।
এসময় গভবর্তী মায়ের অপারেশনের সার্জিক্যাল ডাক্তার ও, আলট্রাসনোগ্রাম,রক্ত ও প্রেসার মাপাসহ বিভিন্ন পরীক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসকের নাম না থাকার দোষ স্বীকার করায় ক্লিনিকের মালিক মনির হোসেনকে ২০ হাজার টাকা অর্থদÐ দেয় আদালত।

এ ব্যাপারে সহকারী কমিশনার(ভ‚মি) সৈকত রায়হান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫৩ ধারায় ক্লিনিক মালিককে এ অর্থদন্ড দেয়া হয় সেই সাথে তাকে ভবিষ্যতে নীতিমালা অনুযায়ী ক্লিনিক পরিচালনার জন্য সতর্ক করা হয়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...