ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে দুই মাছ ব্যবসায়িকে অর্থদণ্ড

কাউখালীতে দুই মাছ ব্যবসায়িকে অর্থদণ্ড

 

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরে কাউখালীতে মাছে কৃত্রিম রং মিশ্রিত করে বাজারজাতের অপরাধে অপরাধে দুই মাছব্যবসায়িকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে কাউখালী হাটের দিনে মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ দণ্ডাদেশ দেন। এসময় দুই মাছ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।
জানাগেছে, আজ সোমবার সাপ্তাহিক হাটের দিনে খাদ্য উপযোগি নয় এমন মাছে কৃত্রিম রং মিশিয়ে কারসাজি করে তাজা মাছ বলে মাছ বাজারজাত করার অভিযোগে মৎস্য ও মৎস্য পণ্য আইন অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী খাদ্য উপযোগি নয় এমন মাছে কৃত্রিম রং মিশিয়ে বাজারজাত দণ্ডনীয় অপরাধ। একশ্রেণীর অসাধু মাছ ব্যবসায়িরা কৃত্রিম রং ব্যবহার কওে কারসাজির মাধ্যমে স্বাস্থ্য উপযোগি নয় এমন মাছ বিক্রয় করছে। মৎস্য বিভাগ প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করে ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...