ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার রাতে ৩১ শয্য বিশিষ্ট কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীত করণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। পিরোজপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা সহ আরো অনেকে। এ সময় ইউপির চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার নৌকার প্রাথী আশরাফুর রহমান এর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

মঠবাড়িয়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের নৌকার প্রার্থী আশরাফুর ...