ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণের দাবীতে আলোচনা সভা

পিরোজপুরে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণের দাবীতে আলোচনা সভা


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরে সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় খাদ্য নিরাপদ নেটওয়ার্ক খানি এর আয়োজনে এবং গণউন্নয়ন সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাবেক কাউন্সিলর মিনারা বেগম, জেলা মহিলা সংস্থার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ।

এসময় বক্তারা বলেন বাংলাদেশে প্রতি ৮ জনের মধ্যে এক জনের পুষ্টিকর খাবার ক্রয় ক্ষমতা নেই। শুধু সঠিক পুষ্টির অভাবে দেশে ৩১ শতাংশ শিশুর শারীরিক বিকাশ হয় না। বাংলাদেশে বর্তমানে আড়াই কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। গত ১০ বছরে অপুষ্টিজনিত রোগে মানুষের সংখ্যা বেড়েছে ৭ লাখের বেশি। এই তালিকায় অধিকাংশই শিশু ও নারী। তাই আমাদের পুষ্টিহীনতা রোধে সবাইকে সচেতন হতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। নারী এবং শিশুদেরকে নিয়মিত পুষ্টিকর খাবারের আওতায় এনে দেশ থেকে পুষ্টিহীনতার পরিমান কমিয়ে আনতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...