ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯


আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক 🔴
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে।

আজ মঙ্গলবার (০২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ২ জনের মৃত্যু এবং ২১৪ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৩১টি নমুনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই নারী। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৪২ জন এবং নারী ১০ হাজার ৩১ জন।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন। মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন এবং চট্টগ্রাম বিভাগের একজন। সূত্র কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...