ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষণে সংলাপ অনুষ্ঠিত

পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষণে সংলাপ অনুষ্ঠিত


পিরোজপুর প্রতিনিধি 🔴
‘ কেমন আছে দামোদর খাল’ এই বিষয়টি নিয়ে পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষনে সর্বস্তরীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)র আয়োজনে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ(অবঃ) শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষনে সর্বস্তরীয় সংলাপ অনুষ্ঠিত ‘ কেমন আছে দামোদর খাল’ এই বিষয়টি নিয়ে পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষনে সর্বস্তরীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)র নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মোঃ মেহেদী হাসান,পেওর মেয়রের পক্ষে কাউন্সিলর সাদুল্লাহ লিটন। বক্তব্য রাখেন, বেলা বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, অধ্যক্ষ সহদেব পাল, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সনাক সভাপতি শহিদুল্লাহ খান, সাংবাদিক খালিদ আবু, মাইনুল আহসান মুন্না, খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, জগৎ প্রিয় দাস ও প্রভাষক কাজী জাহাঙ্গির আলম প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি ২৫/১০/২১
‘ কেমন আছে দামোদর খাল’ এই বিষয়টি নিয়ে পিরোজপুরে দামোদর খাল সুরক্ষা ও সংরক্ষনে সর্বস্তরীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)র আয়োজনে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ(অবঃ) শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মোঃ মেহেদী হাসান,পেওর মেয়রের পক্ষে কাউন্সিলর সাদুল্লাহ লিটন। বক্তব্য রাখেন, বেলা বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, অধ্যক্ষ সহদেব পাল, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সনাক সভাপতি শহিদুল্লাহ খান, সাংবাদিক খালিদ আবু, মাইনুল আহসান মুন্না, খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, জগৎ প্রিয় দাস ও প্রভাষক কাজী জাহাঙ্গির আলম প্রমুখ।
বক্তারা বলেন, পিরোজপুর পৌর এলাকার বুক চিড়ে বয়ে চলা খালটি পুর্ব দিকে কালিগঙ্গা নদী এবং পশ্চিম দিকে বলেশ্বর নদকে সংযুক্ত করেছে। পিরোজপুরের মানুষের প্রাণ দামোদর খাল এক সময় প্রমত্তা দামোদর নদ ছিল। যেখানে ১৮৯৮ সালেও এই জলপথে বরিশাল-কলকাতা পথে দুটি স্টীমার চলাচল করতো। কালের বিবর্তনে নদটিতে ক্রমশঃ চর পড়ে বর্তমানে একটি ক্ষীণকায় খালে রুপ নিয়েছে।
প্রায় ৮.৫ কিঃমিঃ দৈর্ঘের এই খালটি দু-দিকে দুটি নদীকে সংযুক্ত করেছে বলে একই সময় দুদিক দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে, আবার দুদিক থেকেই বের হয়ে যায়। কিন্তু বর্তমানে দখল,দুষণ, খালপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সমুহ এবং প্রতিদিনকার কঠিন, তরল,পয়োবর্জ,প্লাস্টিক,জবাইকৃত পশুর বর্জ অবাধে খালে ফেলার কারনে একদিকে দুষণ ও খালের তলদেশ বরাট হয়ে গিয়েছে।
বক্তারা জেলা প্রশাসনকে হাইকের্টের ২০১৯ সালের ০৩ ফেব্রুয়ারী প্রদত্ত রায়ের আলোকে অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের উচ্ছেদ করে খালে সীমানা নির্ধারন করে দুষণ মুক্ত পরিবেশ গড়ার আহবান জানান। এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পূণঃ খনন করার আহবান জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...