ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে সংক্রমনের হার ৫৫ শতাংশ : চলছে কঠোর লকডাউন

পিরোজপুরে সংক্রমনের হার ৫৫ শতাংশ : চলছে কঠোর লকডাউন


পিরোজপুর প্রতিনিধি 🔻
লকডাউনের তৃতীয় দিনে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। শনিবার সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী। আর এই সংঙ্কটময় মুহূর্তে জেলা হাসপাতালে প্যাথলজিতে টেশনিশিয়ানের সংঙ্কট থাকায় শুক্রবারে করোনার কোন র‌্যাপডি এন্টিজেন পরিক্ষা করা সম্ভব হয়নি। তাই গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। গত ৪৮ ঘন্টায় ৫৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে এবং জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমনের হার ৫৫ শতাংশ বলে জানান সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী।
এদিকে শনিবার দুপুর ১২টায় যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান পিরোজপুর শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পিরোজপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলায় চলছে কঠোর লকডাউন।

সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, প্যাথলজিতে টেশনিশিয়ানের সংঙ্কট থাকায় শুক্রবারে করোনার র‌্যাপডি এন্টিজেন পরিক্ষা করা সম্ভব হয়নি তাই গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে রয়েছে ডাক্তার সংঙ্কট যেখানে ৩৩ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র ৪/৫ জন ডাক্তার রয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স থেকে ধার করে মোট ১১ জন ডাক্তার দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। টেশনিশিয়ার সমস্যার কারনে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...