ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আজকের মঠবাড়িয়া অনলাইন 🔻
মারণভাইরাস করোনা দেশে ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। আজ রবিবার সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৮ জনের প্রাণহানি হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ৯ হাজার ৭৩৯ জনের। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ৮১৯ জনের শরীরে।

আজ রবিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসাব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...