ব্রেকিং নিউজ
Home - অপরাধ - লড়াই যেখানে বহুমাত্রিক, জনকল্যাণকর কাজের সুযোগ সেখানে কম

লড়াই যেখানে বহুমাত্রিক, জনকল্যাণকর কাজের সুযোগ সেখানে কম

সারা বিশ্ব যখন লড়ছে শুধুই করোনার বিরুদ্ধে, মঠবাড়ীয়ায় তখন আমরা লড়ছি-
👉ঘাড় ত্যাড়া পাব্লিকের বিরুদ্ধে
👉অসাধু জনপ্রতিনিধিদের বিরুদ্ধে
👉অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে
👉অসাধু বাজার ইজারাদারদের বিরুদ্ধে
👉ধর্মীয় গোঁড়ামি বিরুদ্ধে
👉ত্রাণের নয়-ছয়ের বিরুদ্ধে
👉১০ টাকা কেজির চাউল বিতরণে অনিয়মের বিরুদ্ধে।

লড়াই যেখানে বহুমাত্রিক, জনকল্যাণকর কাজের সুযোগ সেখানে কম।

আজ দুপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে প্রত্যাহিক টহল থেকে ফিরে মঠবাড়িয়ার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড রিপন বিশ্বাস তার অফিশিয়াল ফেসবুক একাউন্টে এই বার্তা প্রকাশ করেন। এর আগে সকালে তিনি তার একটি স্টাটাসে লিখেন, “প্রতিদিন ভোর হতেই পৌরসভার ট্রাফিক পয়েন্টে, ব্রিজের ঢালে জমজমাট বাজার! অথচ আমি দৌড়াই কুমিরমারা, সাপলেজা, দধিভাঙ্গার বাজার বন্ধ করতে।”

জনগন সরকারি নিয়ম কানুন না মানার কারনে প্রশাসনকে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে প্রত্যাহিক কাজে বেগ পোহাতে হচ্ছে।

উল্লেখ্য বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৮২৮ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

আমারা সবাইকে নিজেদের জীবনের নিরপত্তার কথা ভেবে ঘরে থাকার অনুরোধ করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...