Home - উপকূল - করোনা সংক্রমণ রোধে ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী দলের মাস্ক সাবান লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে প্রয়োগ কার্যক্রম।

করোনা সংক্রমণ রোধে ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবী দলের মাস্ক সাবান লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে প্রয়োগ কার্যক্রম।

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান করোনা সংক্রমন রোধে হলতা গুলিসাখালী ইউনিয়নের ( ৩ নম্বর ওয়ার্ড) স্বেচ্ছাসেবি দলের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা, জীবানু নাশক স্প্রে প্রয়োগ ও গ্রামবাসির মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো করোনা বিরোধি সেচ্ছাসেবী তরুণদের সাথে প্রচারণায় অংশ নেয় স্থানীয় প্রবীণ মোঃ নূর হোসেন বাদল ফরাজি। এই সেচ্ছাসেবী তরুণদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন প্রবীণ সমাজ সচেতন নাগরিক মোঃ নুর হোসেন বাদল ফরাজি ও বর্তমান সংসদ সদস্যের গণসংযোগ প্রতিনিধি আলী রেজা রঞ্জু। এ বিষয়ে আলী রেজা রনজু বলেন, এই মহামারী করোনা প্রতিরোধে আমরা যে যার স্থান থেকে নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি। এলাকার গরীব, দুস্থ, দিনমজুর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। উল্লেখ্য করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবী দল এলাকায় এ জনহিতকর কর্মসূচি অব্যহত থাকবে বলে জানিয়েছেন এলাকার তরুণ জুয়েল মাহমুদ।

Leave a Reply

x

Check Also

লকডাউন প্রত্যাহার এবং করোনা প্রতিরোধের উপায়

ডা. ফেরদৌস প্রিন্স লকডাউন তুলে দেয়া হয়েছে।দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যদিও বেড়েছে,অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে ...