ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - পিরোজপুরে জটিল রোগীদের মাঝে সরকারি চেক ও কর্মজীবী নারীদের মাতৃ সহায়তা ভাতা-কার্ড বিতরন

পিরোজপুরে জটিল রোগীদের মাঝে সরকারি চেক ও কর্মজীবী নারীদের মাতৃ সহায়তা ভাতা-কার্ড বিতরন

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর জেলা সমাজসেবা বিভাগ আর্থিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নয় জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের হল রুমে সমাজসেবা বিভাগের উপ পরিচালক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রোগীদের মধ্যে চেক বিতরন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় প্রতিজন রোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে একই অর্থ বছরে আরও ১৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।
এছাড়া পিরোজপুরে কর্মজীবী মহিলাদের মাতৃ সহায়তা ভাতা ও কার্ড বিতরন করা হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে উপকার ভোগীদের মাঝে এ কার্ড বিতরন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সকলের জন্য কল্যান এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ উপকার ভোগিদের মাঝে আর্থিক অনুদান ও কার্ড বিতরন করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন,মো. সাদুল্লাহ লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই, সকলের জন্য কল্যানের আফজাল হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮ শত ৫০ জন সদ্য মা হওয়া উপকার ভোগীদের মাঝে পর্যায়ক্রমে প্রতি মাসে ৫ শত করে ছয় মাসের ভাতাবাবদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। এ টাকা থেকে শিশুর পুস্টির জন্য ব্যায়িত হবে। এ ছাড়াও এই উপকার ভোগীদের প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করে দারিদ্র বিমোচনের জন্য কাজ করছে মহিরা অধিদপ্তর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...